ইসি একমত হয়েছে জাতীয়পার্টির কিছু দাবির সাথে

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ বুধবার ইসির সঙ্গে বৈঠকে শেষে জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির বেশ কিছু দাবির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) একমত পোষণ করেছে। সংলাপের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা আজ সকালে নির্বাচন ভবনে যান।

এরপরে বেলা ১১টার দিকে ইসির সঙ্গে তাদের সংলাপ শুরু হয়। জাপা মহাসচিব বলেন, বৈঠকে আমরা অবাধ ও নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন সংক্রান্ত সব বিষয় সংবিধান অনুযায়ী সম্পন্ন হওয়ার নিশ্চয়তাসহ বেশ কিছু দাবি জানিয়েছি।

এসব দাবি মধ্যে ইসি আমাদের বেশ কিছু দাবির সঙ্গে এক একমত পোষণ করেছেন। জোটের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু।-সূত্র কালের কন্ঠ

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.