লালপুরে পরিবহন ধর্মঘট চলাচলে দুর্ভোগ
লালপুর (নাটোর) সংবাদদাতা
শ্রমিক লাঞ্চিতের কারন দেখিয়ে নাটোর থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ন লালপুর উপজেলার ওয়ালিয়া, গোপালপুর, লালপুর বাসস্ট্যান্ড থেকে কোন ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি।
সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় নাটোরসহ সারাদেশের সকল রুটের যান চলাচল দৃশ্যত অচল হয়ে আছে গুরুত্বপূর্ণ এই উপজেলাটির সঙ্গে। সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পাড়ায় বিপাকে পড়েছে ব্যাবসায়ী, বিদ্যালয়গামী শিক্ষার্থী, চাকুরীজীবিসহ সকল শ্রেণীপেশার মানুষ। প্রয়োজনের তাগিদে দ্বিগুন ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে করেই তাদের গন্তব্যে যেতে হচ্ছে।
নাটোর জেলা পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম বলেন, ‘পরিবহন শ্রমিক নির্যাতন ও রাজশাহীতে বাসের চেইন নিয়ে বিরোধের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোরের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’
মুক্ত প্রভাত/রাশিদুল