অসুস্থ হয়ে পড়েছেন তারামন বিবি

0

মুক্ত অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে পড়েছেন মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি ভীষণ। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বৃদ্ধি পেয়েছে তাঁর। নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না গত কয়েকদিন ধরে। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিত্সার জন্য আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ভর্তির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থ তারামন বিবিকে চিকিত্সা সেবা দিতেন ও নিয়মিত খোঁজখবর নিতেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিত্সকরা। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হঠাত্ উনার শ্বাসকষ্ট সঙ্গে কাঁশিটা অনেক বেড়ে গেছে। কয়েকবার অক্সিজেন ও নেবুলাইজেশনের সহযোগিতা নিয়ে শ্বাস নিচ্ছেন।

চলাফেরা করতে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সাথে বসবাস করেন তারামন বিবি। তারামন বিবির ছেলে আবু তাহের জানান, রাজীবপুর হাসপাতালের চিকিত্সক দেলোয়ার স্যারের নিয়মিত বাড়িতে এসে চিকিত্সা প্রদান করছে।

গত রাতে মায়ের শরীরের যে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেয়ার পরামর্শ দেয় তাই আজ ময়মনসিংহ নিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, অন্যের সহযোগিতা ছাড়া মা কিছুই করতে পারে না। মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.