কিশোরগঞ্জে দুই শিক্ষককে পিটিয়েছে ছাত্ররা
মুক্ত অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হাবিবুর রহমান ও মো. নোমান নামে দুই শিক্ষককে পিটিয়ে জখম করেছে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। নকল করতে বাধা দেওয়ায় জের ধরে ওই ঘটনা ঘটিয়েছে তারা।
মঙ্গলবার রাতে নিকলীর কারপাশা ইউনিয়নের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সড়কের নয়াহাটি কবর স্থানের সামনে তাদের পেটানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত শিক্ষক হাবিবুর রহমানের বড় ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে ৩ ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আহত শিক্ষক হাবিবুর রহমান ও মো. নোমান জানান, ‘গত বছর ২০১৭ সালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে এসে মো. সোলইমান (২০), আরমান (২১), আবু সাঈদ শিক্ষকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।
শিক্ষকরা আরও জানান, নকল করতে বাধা দেওয়ার জের ধরে গত মঙ্গলবার রাতে নিকলীর কারপাশা ইউনিয়নের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সড়কের নয়াহাটি কবর স্থানের সামনে ওই তিন ছাত্র ও তাদের আরও তিন সঙ্গী এসে আমাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
আমাদের ডাক চিৎকারে কয়েকজন এগিয়ে এলে তাড়া পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে করে।
এ বিষয়ে নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুক্ত প্রভাত/রাশিদুল