গুরুদাসপুরের ট্রাক চালককে গলা কেটে চাউল ছিনতাইয়ের চেষ্টা
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা.
ট্রাক চালক আব্দুস সালামকে (২৫) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করা হয়েছে। এসময় ওই চালকের ট্রাকসহ ট্রাকভর্তি চাউল ছিনতাইয়ের চেষ্টা করে। মঙ্গলবার রাতে টাঙ্গাইলে ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভার্তি করে।
আব্দুস সালামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারবারিষা ইউনিয়নের বিন্যাবাড়ি হাজীর হাট গ্রামের আ. আজিজের ছেলে।
আহত ট্রাক চালক আব্দুস সালাম জানান- তিনি একটি ট্রাকের চালক। ভাড়ায় ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চাউল পৌঁছে দেন। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহের রাজ কুমার অটোরাইজ মিল থেকে এক ট্রাক চাউল নিয়ে ঢাকার বাবু বাজারে উদ্দেশ্য যাচ্ছিলেন তিনি। এসময় তার রাসেল নামের একজন হেলপার তার সাথে ছিলেন।
তাদের ট্রাকটি রাত ১২ টার দিকে টাঙ্গাইল পৌছালে হেলপার রাসেল খাওয়ার জন্য ট্রাকটি থামাতে বলেন। এসময় রাসেল তার তার ভগ্নিপতি পরিচয়ে এক ব্যাক্তিরে ট্রাকে তুলে নেন। এসময় রাসেলের দেওয়া জুস খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরমধ্যে তার হাতপা বেঁধে কেচি দিয়ে গলায় আঘাত করা হচ্ছিল। জ্ঞান ফিরলে তিনি চিৎকার দেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হেলপার ও তার কথিত দুলাভাই পালিয়ে যান। হাসপাতালে গিয়ে গলায় ১৭টি সেলাই দিতে হয়েছে।
ওই চালক আরো জানান- ঘটনার পর থেকে হেলপার রাসেল পলাতক রয়েছেন। হেলপার রাসেল প্রায় সময়ই নেশা করতেন।
ঘটনাটি ট্রাক মালিক বিজয় বাবুকে জানানো হলেও তিনি চালক আব্দুস সালামকে সহযোগিতা করেননি। এতে ট্রাক চালক সালামের পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন।
ট্রাক মালিক বিজয় বাবু বলেন, ট্রাক চালককে চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে এবং এ পর্যন্ত সব খরচ তারই করা বলে জানান তিনি।
এঘটনায় হেলপার রাসেলের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এঘটনায় কোন মামলা হয়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল