অগ্নিকান্ডে গাজিপুরে ৫ দোকান পুড়ে ছাই

0

মুক্ত অনলাইন ডেস্ক

অগ্নিকাণ্ডে মালামালসহ ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজারস্থ কছিম উদ্দিন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাজারস্থ কছিম উদ্দিন রোডের হাসির লেপ-তোশকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামালসহ ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে দোকান ব্যবসায়ী মো. ফেরদৌস আলম দাবি করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি লেপের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.