সাভারে উদ্ধার পোশাক শ্রমিকের লাশ
মুক্ত অনলাইন ডেস্ক
সাগরিকা নামে (১৮) এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী আলম মিয়া পলাতক রয়েছেন।
নিহতের মা নাজমা বেগম জানান, তার মেয়েকে যৌতুকের জন্য প্রতিদিন মারধর করত আলম মিয়া। শুক্রবার ভোরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জানান, তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহতের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামে। তিনি স্পায়ার গার্মেন্টসে অপারেটর পদে চাকরি করতেন।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই অখিল মিয়া জানান, দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহতের স্বামীকে আটক করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল