গোয়ালন্দে আটক ইউপি সদস্যসহ বিএনপি’র ৭ নেতাকর্মী

0

মুক্ত অনলাইন ডেস্ক

গোয়ালন্দ উপজেলা  বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক, পৌর এলাকার ফরিদ শেখ, টিটন চৌধুরী, চর দৌলতদিয়ার দুই ভাই সিদ্দিক মোল্লা ও দারোগ আলী মোল্লা, গফুর পাল এবং আবুল কালাম শেখ।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু জানান, মামলাটি শতভাগ মিথ্যা ও গায়েবী। নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের কারাগারে আটকে রাখার জন্য সরকারের নির্দেশে পুলিশ এই মামলাটি করেছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই দাবি করেন তিনি। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, গত ১৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা হয়।

ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.