বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাভারে তিন মামলা
মুক্ত অনলাইন ডেস্ক
পুলিশের কাজে বাধা, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তারকৃত ১২ জনের রিমান্ড চেয়ে আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার ভোর রাতে একটি বাসে অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা।
এ ঘটনায় সাবেক পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ, তার ভাই আসলাম, ভাতিজা সেন্টু, বিএনপি নেতা বদিউজ্জামান বদি ও নাজিমসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।
বিরুলিয়া এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়ায় সাভার থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলালকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে নাশকতার অভিযোগ এনে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল