টাকাসহ বেনাপোলে দুই যুবক আটক
মুক্ত অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার বিকালে হুন্ডির পাঁচ লাখ টাকাসহ বেনাপোল সীমান্ত দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবকদ্বয়ের মধ্যে রয়েছে শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের শওকত হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে রিপন হোসেন (২১)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বেনাপোল কোম্পানী সদরের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এবি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।
জব্দকৃত টাকাসহ আটক যুবকদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার সকালে বন্দর থানা কর্তৃপক্ষ তাদের যশোর আদালতে পাঠিয়েছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল