মহাসড়ক অবরোধ: এসআই সাময়িক বরখাস্ত
মুক্ত অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। ট্রাকচালককে মারধরের অভিযোগে ওই বিক্ষোভ করা হয়।। এসময় তিন ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিকে এ ঘটনায় সেতু পূর্ব থানার এসআই নূরে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টার দিকে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ সুপারের আশ্বাসে এসআই নূরে আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলে চালকরা ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয় বলে জানান জানান টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তিনি জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত চালক মুকুলের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
ট্রাক শ্রমিকরা জানায়, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে কাগজপত্র দেখতে চায়।
এসময় কাগজপত্র দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে এসআই নূরে আলম ট্রাকচালককে মারপিট করে। এতে ওই ট্রাকচালকের চোখ ফুলে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে, সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৬টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ ঘটনায় সেতু পূর্বপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অভিযুক্ত এসআই নুরে আলমকে সাময়িক বরখাস্তসহ প্রত্যাহারের ঘোষণা দেয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেন। সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল