বিদ্যালয়ের টয়লেটে নবজাতকের লাশ
মুক্ত অনলাইন ডেস্ক
নীলফামারীতে জেএসসি পরীক্ষা চলাকালে টয়লেট থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১০ নভেম্বর) সকালে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে সংলগ্ন নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন বলেন, নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে দাফন করা হবে।
তবে এটি একটি অবৈধ গর্ভপাত বলে ধারণা করা হচ্ছে। নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক বসুনিয়া বলেন, সকাল পৌনে ৯টায় বিদ্যালয় খোলা হয়।
এর মধ্যে কে বা কারা নবজাতক শিশুটিকে বিদ্যালয়ের টয়লেটে রেখে যায়। ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক থানায় অবগত করা হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন। শহরের প্রাণকেন্দ্রে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় শহরে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল