রাজধানীতে বিএনপি’র মিছিল
মুক্ত অনলাইন ডেস্ক
তড়িঘড়ি করে তফসিল ঘোষণা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে ইন্টার কন্টিনেন্টাল ঢাকা (সাবেক শেরাটন) মোড়ে গিয়ে শেষ হয়।
বিএনপির সহদফতর সম্পাদক মুনীর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক সঞ্জয় কুমার দেসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় তারা খালেদা জিয়ার মুক্তির ও তারেক রহমানের বিরুদ্ধে সাজা এবং তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।-সূত্র যুগান্তর
মুক্ত প্রভাত/রাশিদুল