গবিন্দগঞ্জে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ পরিচালকের

0

মুক্ত অনলাইন ডেস্ক

দ্রুতগামী একটি বিআরটিসির বাস চাপায় মোটরসাইকেল চালক গাইবান্ধার পল্লীবিদ্যুতের পরিচালক আব্দুল হামিদ নিহত হয়েছেন।

তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের মৃত এবারত আলীর পুত্র এবং পল্লীবিদ্যুতের ৮ নং এরিয়ার পরিচালক ছিলেন। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গোবিন্দগঞ্জের হাসপাতালে মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল মোড়ে মোটরসাইকেল যোগে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামীবিআরটিসি বাস (ঢাকামেট্রো-ব ১১-৬৭৪৪) আব্দুল হামিদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.