জামিন পাননি শিবালয় বিএনপি’র ৩৪ নেতাকর্মী

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপির ৩৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহম্মেদ এ রায় দেন।

আইনজীবী মো. দেলোয়ার হোসেন জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশে ওই দিন সিংগাইর থানা পুলিশ তাদের আটক করে কোর্টে চালান দেয়। এসআই আলমগীর হোসেনের দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আটককৃতরা স্থানীয় গোবিন্দল ব্রিজ ও পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে ৩৪ জনকে আটক করা হয়।

এছাড়া, এজাহারে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সাইফুল হুদা চৌধুরী শাতিলসহ ২৫ জন পালিয়ে যায় বলে উল্ল্যেখ রয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫/১, ৩ ও ২৫/ডি ধারায় মামলা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.