যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0 ১১

মুক্ত অনলাইন ডেস্ক

মাগুরায় এক অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

মাগুরা সদর থানার এস আই আশরাফ জানান, আজ সকালে খবর পেয়ে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে জিনসের প্যান্ট ও শার্ট ছিল।

ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশের একটু পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তবে এলাকাবাসী কেউ তাকে শনাক্ত করতে পারেননি। হত্যার কারণ জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.