“প্রেম ও নীল”

0

-এ বি সানোয়ার হোসেন

চোখ বন্ধ করলে কেন? মেলে দেখ,
অন্ধকারে জোনাকির মিটির মিটির আলোর মেলা।
মেঘের আড়ালে চাঁদের অট্ট হাসি –
ভালোবাসার স্পর্শে ফোটা কত রঙ্গিন ফুল,
কৃষ্ণচূড়ার গাছে লাল সবুজে ছেয়ে আছে,
তোমার আমার ভালোবাসা।
মেলেই দেখ না –
সাগর বুকে জলের উঁচু-নিচু ঢেউয়ের খেলা,
মিশে আছে তোমার বাঁকানো চুলের কাননে।
পনেরোদ্বাদশীর অমূর্ত শোভিত চাঁদ,
গোলাপ পাপড়ির রঙ্গিন কোমল তোমার সেই ঠোঁট,ভালোবাসার স্পর্শে শিহরণ তুলছে।
নীলসাগরের একবাটি পানি যেন তোমার হাসির চিহ্ন,
একটু আঘাতেই হেসে উঠে তোমার মুখ।
দেখছ কি? নাকি চোখ বন্ধ করেই রইলে?

পাহার চিরে আঁকিয়ে-বাঁকিয়ে বহিত ঝরনা,
তোমার কেশ কাননে বাতাসের মৃদু খেলা।
পঞ্চবটিকার মতো তোমার মুখ ভেসে ওঠছে
স্বচ্ছ হৃদয়ের আয়নায়,
যেন খুব পরিচিত এক প্রতিমূর্তির প্রগাঢ় দাগ টেনে আছে।
হৃদকাননে রঙ্গীন স্বপ্ন ভিড়ে লাল, নীল, সবুজ কত স্বপ্ন-
শুকনো গোলাপের ধূসর পাপড়ির রং ছড়িয়ে পরছে চোখে।
দেখছ কি?

জানি তুমি দেখছ না,হয়তো দেখবেও না।
কারণ! হৃদয়ের স্মৃতি কথা গুলো আজ নীল কালিতে লিখা জরাজীর্ণ চিঠি।
রঙ্গীন গোলাপ আজ ডায়েরির ভাজে শুকনো রংহীন ধূসর।
ভালোবাসার বাগিচা জুড়ে নীলমণির চাষ।
ভালোবাসার আকাশটাও আজ নীল রংয়ে ছেঁয়ে আছে।
তাই দেখছ না-

আমার বুকে প্রেমের কবিতাগুলো হৃদয়ের কালো পৃষ্ঠায় রচিত।
হৃদয় জগতের বেনার-ফেস্টুনে লিখা,
ভালোবাসার মূল্য মিথ্যে ললুট লালসা।

মুক্ত প্রভাত

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.