কুমিল্লায় ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মুক্ত অনলাইন ডেস্ক
২ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লায় জসিম উদ্দিন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া দক্ষিণপাড়া তামজিদ হোটেলের সামনে ব্যাটারীচালিত একটি অটোরিক্সায় তল্লাশী চালায়।
এ সময় অটোরিক্সায় থাকা দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে জসিম উদ্দিনের দেহ তল্লাশী করে ১০টি প্যাকেটে থাকা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মুক্ত অনলাইন ডেস্ক