চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু চালক নিহত

0

শামসুজ্জোহা পলাশ.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুন্সিপুর সড়কে নিয়ন্ত্রন হারিয়ে অবৈধযান আলমসাধু চালক সুজন (১৮) নিহত ও রাসিক (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। নিহত সুজন উপজেলার বদনপুর গ্রামের কোকিলের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম মুন্সিপুর থেকে রাত ৮ টার দিকে সদর ইউনিয়নের বদনপুর গ্রামের কোকিলের ছেলে আলমসাধু চালক সুজন একই গ্রামের সাইফুলের ছেলে রাসিক নামে এক যাত্রীনিয়ে ফেরার পথে কার্পাসডাঙ্গা খৃষ্টান গোরস্থানের কাছে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে আলমসাধু উল্টে যায়।

এতে চালক সুজন আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় যাত্রী রসিক আহত হয়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদ, এএসআই আবুল কাশেম, এএসআই শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আহত রাসিককে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.