১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

0

মুক্ত অনলাইন ডেস্ক

১১০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ এক হোটেল কর্মচারীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউপির ২নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক হোটেল কর্মচারী ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজ নগর ৫নং ওয়ার্ড এলাকার অমল চন্দ্র দাসের ছেলে। বর্তমানে ভোলার আলাউদ্দিন হোটেলে কর্মরত।

বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার জানান, গোপন সংবাদে জানতে পান একটি চক্র হরিণের মাংসসহ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানগঞ্চ বাজারে আসছে।

এই সময় তার নেতৃত্বে একটি টহল দল উল্লেখিত স্থানে অবস্থান করে। এ সময় ঝন্টু চন্দ্র দাসকে ১১০ কেজি বস্তা ভর্তি হরিণের মাংস ও একটি চামরাসহ আটক করে। আটককৃত ব্যক্তি ও পুলিশ জানায়, তাদের সঙ্গে থাকা আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিন পালিয়ে যায়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, টহল পুলিশ মাংস ঝন্টুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশকে জানান, মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।

তিনি ওই হোটেলে চাকরি করেন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.