ট্রাকে বিদ্যুতের তার লেগে প্রাণ গেল চালক হেলপারের

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন— চালক রুবেল মিয়া (৩০) ও সহকারী জাহাঙ্গীর আলম (৫০)। জানা গেছে, ঝাজড় এলাকায় ট্রাকটি সড়কে মাটি আনলোড করছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে উপরে থাকা বিদ্যুতের তার জড়িয়ে যায়।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক রুবেল ও হেলপার জাহাঙ্গীর মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি ভোলায়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.