সাঘাটায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

0 ১২

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার চিথুলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে চিথুলীয় সরকাররী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিথুলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন লিটুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (বি.এস.সি )।

প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের দিকনির্দেশনা মূলক কিছু কথা বলেন।তিনি বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা শিক্ষিত হয়ে সাধারণ অসহায়, গরিব, দরিদ্র মানুষের কল্যানে কাজ করবে, তাহলে তোমাদের কথা সকলে মনে রাখবে সারা জীবন।তোমাদের সকলের জন্য রইল আমার শুভ কামনা। এবং উপস্থিত সকলে তাদের মঙ্গল কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন লিটু কোমলমতি বিদায়ী শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামী ভবিষ্যৎ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ করা হয়। পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.