আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0 ১৪

সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি.

গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি উপজেলার মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় কমিটি কৃষক লীগের সহ-সভাপতি ফারুক আলম সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি চেতনা মনে ধারণ করে, দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্যে বিশ্বাস রেখে, বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বি এন পির দুঃসময়ের কান্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুল দিয়ে ২০০ নেতা কর্মি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করেছেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের গাড়িতে যারা আগুন দিয়েছে তারা ছাত্রলীগের কর্মী। তারা পরিকল্পিতভাবে হেলমেট পরে নাশকতা চালিয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতিসহ গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলা বিএনপি,যুবদল, ছাএদলের নেতা কর্মী এবং কৃষকলীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/ কাওছার অাহম্মেদ.

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.