গুরুদাসপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী মুক্তার ও শহিদুল আটক
মাদকবিরোধী অভিযানে গুরুদাসপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী মুক্তার ইসলাম (৫০) ও শহিদুলকে (৩৫) আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার ভোড়ে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লাবুর বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী মুক্তারের কাছে ১শ পিচ ইয়াবা, ৪৯ পুরিয়া হিরোইন, তার ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর থেকে ১০ পিচ ইয়াবা, একটি মোবাইল ফোন, মাদক বিক্রির ১হাজার ৭শ ৮০ টাকা এবং শহিদুলের কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা, ৪০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান,- মুক্তার উপজেলার নাজিরপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত মুক্তার নাজিরপুর দুধগাড়ি গ্রামের হাজি সাবদুল ইসলামের ছেলে। অপর মাদক ব্যবসায়ী শহিদুল গোপিনাথপুর গ্রামের মৃত আসাদ মোল্লার ছেলে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।