চাটমোহরে কাঁচা মরিচের দাম বাড়ছে হু হু করে
পাবনার চাটমোহরে হাট-বাজারে কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১’শ টাকা। আলু, পটল এবং বেগুনসহ অন্যান্য সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও কাঁচা মরিচের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ৪/৫ দিন আগেও পৌরসভার দুটি বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে। কিন্তু বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১’শ থেকে ১’শ ২০ টাকা দরে। এতে দৈনন্দিন প্রয়োজন থাকা সত্ত্বেও নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা কষ্টকর হয়ে পড়েছে।