পাবনার চাটমোহরে অসংখ্য মুদি দোকানে প্রশাসনের নাকের ডগায় অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট-সিরাপ, ভারতীয় ইনোসহ নিম্মমানের ও মেয়াদ উত্তীর্ণ পণ্যসামগ্রী। এসকল সামগ্রী বিক্রি হচ্ছে চড়া দামে।
একই সাথে হোটেল রেস্তোরায় দেদারছে বিক্রি হচ্ছে পচা-বাসি খাবার। মিষ্টির দোকানে বেশী দামে বিক্রি হচ্ছে নিম্মমানের মিষ্টি। ভোক্তাদের কোন ভ্যাট ও ক্রয় রশিদ দেওয়া হচ্ছে না। এ সকল পণ্য অবাধে বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও, তা রোধ করা যাচ্ছে না।
পৌর শহর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন হাট-বাজার বিশেষ করে মূলগ্রাম, কুয়াবাসী, সুইগ্রাম, আটলংকা, কাটাখালী, মির্জাপুর, সমাজ, রেলবাজার, মহেলা, পার্শ্বডাঙ্গা, বনগ্রাম, নিমাইচড়া, হান্ডিয়াল, ছাইকোলা, কাটেঙ্গা, হরিপুর বাজারে এসকল পণ্যসামগ্রী অবাধে বিক্রি করা হচ্ছে। নিম্মমানের বেকারী সামগ্রী পৌর শহরের সকল দোকানে রাখা হচ্ছে।
মুদি দোকানেও ঔষধ, যৌন উত্তেজক ট্যাবলেট, জিনসিন সিরাপসহ নেশাজাতীয় দ্রব্য অবাধে বিক্রি করা হচ্ছে। সচেতন মহল সংশ্লিষ্ট তফতরের উধ্বতন কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেছেন।