মটর সাইকেল চোর, ধরিয়ে দিতে পারলে পুরস্কার
একটি সংঘবদ্ধ চক্র মটর সাইকেল চুরি করে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের ধরা যাচ্ছে না কোনভাবেই। দু-এক যায়গায় হয়তো পাওয়া গেলেও তা মোটেই উল্লেখযোগ্য নয়। অনেকের ধারণা এদের সাথে যুক্ত রয়েছেন বড় বড় রাজনৈতিক দলের সদস্য, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আবার অনেকের আঙ্গুল পুলিশ প্রশাসনের দিকে। অনেকেরই ধারণা পুলিশ প্রশাসন সতর্ক হলে বা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই শুধু সম্ভব এদের হাত থেকে রেহাই পাওয়া। তবে বিশেষ সূত্রে পাওয়া নিচের খবরটি বেশ আশা ব্যঞ্জক যে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ডিজিটাল উপায়ে। এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য ঘোষণা করা হয়েছে পুরস্কারের। সেখানে উল্লেখ করা হয়-
‘এরা সবাই মটর সাইকেল চোর। তাদের সম্পর্কে দয়া করে ০১৭৫৬-৭০৪৮৮২ নম্বরে তথ্য দিন। তথ্য দিন। তথ্য দিয়ে সহায়তা করলে ৫০০০ টাকা পুরস্কার।’
এছাড়া জানা যায়, গুরুদাসপুর (নাটোর) উপজেলার ডাঃ নোমান ক্লিনিক থেকে গতকাল সন্ধা ৭.০০ ঘটিকায় একটি ডিসকোভার-১০০ মটর সাইকেল চুরি হয়। সবাই ধারণা করছে স্থানীয় কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত না থাকলে জনসম্মুখ থেকে মটর সাইকেল চুরি করা সম্ভব নয়।
যার রেজিস্ট্রেশন নং- হ-১১-৯৩২৬
খোঁজ পাওয়া গেলে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭১২-৯৯০৬৯৬ এই নম্বরে।
প্রশাসনের বিশেষ নজর দিয়ে মটর সাইকেলসহ যে সকল চুরির ঘটনা ঘটছে তার সমাধান করা প্রয়োজন।