নিখোঁজ চারজনের লাশ মিললো শীতলক্ষ্যায়

0

রোববার সন্ধ্যায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয় চার জন। আজ মঙ্গলবার সকালে সেই নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নারারয়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দূর্ঘটনা ওই ঘটে।

নিহতরা হলেন- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫), একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮),জনি (২৩) ও আনোয়ার হোসেন সালান (৩৫)।

খোঁজ নিয়ে জানাগেছে,-শীতলক্ষ্যার টানবাজার লবণঘাট এলাকা থেকে যাত্রীবাহী ট্রলারটি মদনগঞ্জের উদ্দেশ্য রওশা হয়। এসময় অতিরিক্ত যত্রীভারে ওই ঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়। এসময় ছাদে থাকা যাত্রীরা পরে গেলে ওই চারজনসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকালে শীতলক্ষ্যার টানবাজার লবনঘাটের কাছে নিখোঁজদের লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.