লিওনেল মেসি পারেননি। পারেননি নেইমারও। তারকা খেলারদের এই বড় দুই দলকে হারিয়ে এখন রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স বেলজিয়াম। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে স্বপ্ন পূরণে আজ মুখোমুখি হবেন তারা।
বিশ্ব ইতিহাসের দুইটি দল ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স বেলজিয়াম।১০ জুলাই রাত রাতে সেন্ট পিটার্সবার্গে আসরের প্রথম সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। তাই দুই দেশের সমর্থকদের উচ্ছ্বস উল্লাসে বেশ সরগরম পিটার্সবার্গ।
বিশ্বকাপ ইতিহাসে মোট দুইবার এই দুই দল মুখোমুখি হয়। ১৯৩৮ সালে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ফ্রান্স জিতে ৩-১ গোলে। ১৯৮৬ সালে বেলজিয়ামকে হারায় ৪-২ গোলে।
তবে এর আগে বিভিন্ন সময়ে ৭৩ বার বেলজিয়া- ফ্রান্স মুখোমুখি হয়। এক্ষেত্রে পরিসংখ্যানটা বেলজিয়ামের কথাই বলছে। ৩০ বার জিতেছে বেলজিয়াম। আর ফ্রান্স জিতিছে ২৪ বার। ড্র হয়েছে ১৯টি বার।
এদিকে বিশ্বকাপে এনিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইল খেলবে ফ্রান্স। আগের পাঁচটি লড়াইয়ে তিনটিতেই হার দেখতে হয়েছে ফরাসিদের।জয় এসেছে দুইবার।১৯৯৮ সালে ক্রোয়েশিয়া ও ২০০৬ সালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি। এবারের আসরে শেষ ছয়টি শটেই গোলের দেখা পেয়েছে ফ্রান্স। নক আউট পর্বে অ্যান্তনিও গ্রিজম্যানের রেকর্ডটা দুদান্ত।
তবে পরিসংখ্যান যাইহোক ম্যাচটি সেমিফাইনাল। র্অথাৎ স্বপ্নের ফাইনালে ওঠার লড়াই। তাই অতিত রেকর্ড যাই থাকুক না কেন দুইদলই চাই নিজেদের সরাটা দিয়ে ফাইনাল নিশ্চিত করতে।