চার জেলায় বন্দুকযুদ্ধে নিহত পাঁচ মাদক ব্যবসায়ী

0

চার জেলার কোথাও র‌্যাবের সাথে কোথাও পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার ভোড় রাতের মধ্যে নাটোর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া ও কেরানীগঞ্জে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিহতরা প্রত্যেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহতদের মধ্যে কুষ্টিয়ায় দুইজন, নাটোর, লক্ষ্মীপুর ও কেরানীগঞ্জে একজন করে মোট পাঁচজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান,-কুষ্টিয়ার মিরপুরে বন্দুকযুদ্ধের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর এলাকার জোয়াদ্দারের ইটভাটার কাছে ওই ঘটনা ঘটে। নিহতারা হলেন, ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০)।

কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাই মিনুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক বিক্রির উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছেন। র‌্যাবের টিম সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ওই দুই ব্যবসায়ী নিহত হন।

র‌্যাবের দাবি, নিহতরা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুক যুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইম এমএম পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, দু্ইটি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ লিটার চোলাই মদ, ১৫০০ পিচ ইয়াবা ও ২৩০ বোতল ফেন্সিডিল  উদ্ধার করা হয়েছে।

লক্ষীপুর প্রতিনিধি জানান,-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুরে সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহতও হয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া পুলিশ জানান,- নিহত সোহেল রানা হত্যা, ডাকাতি ও মাদকসহ ২২ মামলা পলাতক আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা এবং ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি জানান,-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী মো. নুরা ওরফে নুরু (৪৫) নিহত হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান,- র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ওসমান গণি (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন,- অভিযানে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ভর্তি ম্যাগাজিন, গুলির খালি খোসা, হেরোইন, নগদ টাকা, চার্জার লাইট, দুটি গ্যাস লাইট, মোবাইল ফোন, দুটি ডার্বি সিগারেটের প্যাকেট এবং বিভিন্ন রঙয়ের সাতটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, নাটোর জেলার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে নিহতের পরিচিত রয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.