গৃহবধূর শরীরজুড়ে স্বামীর নির্যাতনের শত চিহৃ
শরীরজুড়ে আঘাতের চিহৃ-কালশিরা। মুখের একটি দাত ভেঙ্গে গেছে। উঠে দাঁড়ানোর অবস্থা নেই। আঘাতের জায়গাগুলোতে অসহ্য যন্ত্রণা। যন্ত্রণায় ক্ষণে ক্ষণেই কেঁদে উঠছেন। এমন নির্যাতনের শিকার গৃহবধূ কাজলী বেগম (৪৫) হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
স্বামীর…