বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য আটক
মুক্ত অনলাইন ডেস্ক
২টি জিহাদী বই, ১২টি ককটেল, ১ পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যসহ নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) সংগঠনের ৩ সদস্যকে আটক করেছে জেলার ক্ষেতলাল থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটক ৩ জেএমবি সদস্য হলো, ক্ষেতলাল উপজেলার জামালপুরের নুরুল ইসলাম সরদারের ছেলে নূর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স (২৮), উত্তর মহেশপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান মন্ডল (৫২) ও মৃত: সরাফত আলীর ছেলে নুর আলম মন্ডল (৩২)।
ক্ষেতলাল উপজেলার মাটিরঘর নামক এলাকায় একটি অর্ধনির্মিত অব্যবহৃত বাড়িতে আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় ক্ষেতলাল থানা পুলিশ। অভিযানের প্রথমে নূর আলম ওরফে প্রিন্সকে আটক করা পিস্তল সহ। এ সময় অন্যরা পালিয়ে যায়। প্রিন্সের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যে অপর দুজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ১২ টি ককটেল, ১ টি পিস্তল, ২টি জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হক বলেন, আটক আসামীদের বিরুদ্ধে ২০০৩ সালে উত্তর মহেশপুর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়া মামলাসহ ৫টি নাশকতার মামলা রয়েছে। তিনজনেই নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) সক্রিয় সদস্য। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল