মাশরাফি দেশের বড় সম্পদ আখ্যা- নরাইলে আনন্দ মিছিল

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাকে দেশের বড় সম্পদ আখ্যায়িত করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে নড়াইল শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইলের শুভেচ্ছা ক্লাব ও সাধারণ জনতার ব্যানারে শহরে এ আনন্দ মিছিল বের হয়।

পরে জেলা পরিষদ চত্বরে এক পথ সভায় বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক, সেচ্ছাসেবক লীগ নেতা রাজু গাজী প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর দেশব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফিকে দেশের বড় সম্পদ বলে আখ্যায়িত করে তার জন্য দোয়া কামনা করেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.