শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে প্রাণ খুলে শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে- সাহারা খাতুন

0

মোঃ ইলিয়াছ মোল্লা

ঢাকা- ১৮ সংসদীয় আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সোনাতন ধর্মের মানুষ প্রতিবারের ন্যায় এবারো প্রাণ খুলে শারদীয় দুর্গোৎসব পালন করছেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে ।

এক সময়ে এদেশ পরাধীনতার শিকলে বাঁধা ছিল। বিদেশি শক্তিরা চেয়েছিল সাম্প্রদায়িক চেতনায় বাঙালি জাতিকে লন্ডভন্ড করে এ দেশটাকে লুটেপুটে খেতে হবে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশিদের কাছে মাথানত করেননি। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

সেদিন বঙ্গবন্ধুর ডাকে বাঙালি জাতি ধর্মভেদ ভুলে শত্রুদের মোকাবেলা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। বুধবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর তুরাগে প্রায় ১৩টি পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি আরো বলেন, দীর্ঘকাল পাড়ি দিয়ে হলেও বঙ্গবন্ধুর আদর্শের দলটি নৌকা প্রতীক নিয়ে হাটি হাটি পা পা করে আবারো সকল ষঢ়যন্ত্রকে রুখে দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। যার নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যখন সকল ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে “ধর্ম যার যার” “উৎসব সবার” এ স্লোগানে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সে সকল চক্রান্তকারীরা আবারো দেশের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে।

তারা চাইছে কিভাবে অন্ধকার পথ দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়। এ জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে চক্রান্তকারীরা কোনো রূপ সুযোগ না পায়। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার আহবান জানান তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্বা মো: নাসির উদ্দিন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর, নুরুল ইসলাম মোল্লা সুরুজ, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি হালিম, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, তুরাগ থানা যুবলীগের আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন নাসিম, তুরাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা মো: আবুল হোসেন মেম্বার, শিব চরন বিশ্বাস শিবু, মোঃ আব্দুর রশিদ, মোঃ আফাজ উদ্দিন আফাজ, মোঃ রেজওয়ান খান, ঢাকা মহানগর উত্তর সিটির নবগঠিত ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ রুবেল আহম্মেদ, সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ জাকির পাটোয়ারী, তুরাগ থানা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোছাঃ জোশনা বেগম সহ আওয়ামী ও সহ সহযোগী গঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.