বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ে নিহত গরু ব্যবসায়ী
মুক্ত অনলাইন ডেস্ক
নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে ওই এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালিয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পেরহাট এলাকার পসির উদ্দিনের ছেলে।
শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গোলাম রব্বানী। এ সময় ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল