জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

0

 

আজ শনিবার। ১ শাওয়াল। পবিত্র রমজানের বিদায়ে খুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। যথাযথ মর্যাদা ও  ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযপান করা হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত। নামাজ পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

নামাজ শেষে মুসলানেরা ধনী-গরিবের বৈষম্য ভুলে একে অপরের সাথে কুলাকুলি করছে। ঈদের খুশি ভাগাভাগি করেছে একে অপরের সাথে।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে  প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,  মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের লাখো মানুষ উৎসব মুখর পরিবেশে ময়দানে নামাজ আদায় করেন।

নামাজ শেষ করে রাষ্ট্রপতি মো. আব্দুলি হামিদ ঈদগাহ ময়দানে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ -জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.