“ঈশ্বর”

0

-এ বি সানোয়ার হোসেন

ঈশ্বর!
খুলে দাও তোমার দ্বার,

আমায় দাও সে অস্ত্র

আমি ভাঙ্গব মিথ্যার প্রপাত।

হতে চাই আমি সত্য সারথি,

আমি হব মিথ্যার লুণ্ঠিত কপাট।

আমি হতে চাই প্রলয় শীর্ষের শির,

আনিব আলোর রাঙ্গা প্রভাত।

মৃত্যুর বুকে দামামা বাজিয়ে,

জ্বালিয়ে দিব পুঁজিবাদের ললাট।

আমি নৈরাজ্যের বিরুদ্ধে হিংস্র ত্রাশ হব,

সাম্রাজ্যবাদের বুকে এঁকে দিব পদঘাত।

শোষণের শৃগাল দন্ত উপড়ে দিব,

রক্তাক্ত লালসায় মাতিব বিশ্ব শোষিতার,

তাজা রক্তে শান্তি লিখিব বিশ্ব অবতার।

আমি শকুন রূপে রুধিয়া উঠিব,

ছিড়ে খাব দুর্নীতির পিন্ড গাত।

অনিষ্ঠার বুকে নিষ্ঠার পদচিহ্ন টানিব,

লন্ড-ভন্ড করিব অপহিংসার বেড়াজাল।

সূর্য পূষার মতো দাবানল ছড়িয়ে,

ভেঙ্গে দিব আধিপত্যের বিষ দাঁত।

আমি রক্ত পিপাসায় মাতিয়া উঠিব,

রঞ্জিত করিব স্বৈরাচারীর শৃগাল গাত।

আমি যুদ্ধার হাতের ধারাল বল্লম হয়ে,

ফুঁড়ে দিব ধর্ষক কুুকুরে বক্ষ ঘাত।

আমি বিশ্ব মানবের ধ্রুবতারা হব-

অশান্তি দাবানলের কন্ঠ রুধিব,

জগতে ছড়াব শান্তির হিম প্রপাত ।

পাবক শিখার শক্তি ধরে,

মহাপ্রলয়ে পুড়ায়িব মিথ্যার লোলাট।

ভুলোক বিধাতার পদ ধুলি হব,

আমি ছড়াব শান্তির দূর্গ-ঘাত।

ঈশ্বর!

খুলে দাও তোমার দ্বার,

আমায় দাও সে অস্ত্র

আমি ভাঙ্গব মিথ্যার প্রপাত।

মুক্ত প্রভাত

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.