ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মুক্ত অনলাইন ডেস্ক
ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মধুখালী উপজেলার মাঝিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম ও মো. শহিদুল ইসলামকে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী যশোহর শার্শা থানার নারায়ন পুরের আব্দুল আলীম সেখের পুত্র জিয়ারুল ইসলাম (২২) এবং সামসুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৫)।
র্যাব জানায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মধুখালী উপজেলার মাঝিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম ও মো. শহিদুল ইসলামকে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা সীমান্তবর্তী যশোর জেলার শার্শা থানা এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।
উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বিষয়ে মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।
মুক্ত প্রভাত/রাশিদুল