খালেদার জামিনের মেয়াদ বৃদ্ধি- অরফানেজ ট্রাষ্ট মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

এদিকে অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আব্দুর রেজ্জাক খান শুনানি করেন। আজ মঙ্গলবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত-৫। ওই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

ওই আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে। ৩১ অক্টোবরের মধ্যে এই আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টেকে নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.